1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ওসমান হাদীর স্মরণে এমএম কলেজ ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছিল শরীফ ওসমান হাদী হত্যার বিচার ও ভারতীয় আগ্রাসন দমনের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল খুলনায় চরমপন্থীদের গুলিতে সাংবাদিক নিহত, গুলিবিদ্ধ পশু চিকিৎসক দেবাশীষের অবস্থা আশঙ্কাজনক ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যবিপ্রবি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই যশোরে নাশকতার মামলায় তিন আসামি কারাগারে যশোরের ছাত্রনেতার হাত ধরে ৩০ টি পরিবার পানিবন্দি থেকে মুক্তি পেল কেশবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার মহান বিজয়ের মাসে মাদক নির্মূল না হলে বিজয় হবে অর্থহীন, ইমাম পরিষদ ,বসুন্দিয়া অপারেশন ডেভিল হান্ট বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার

চৌগাছার ডিভাইন সংলগ্ন পানি নিষ্কাশনের সেই সরু ব্রীজটি সংস্কার ও একমাত্র খালটি খননের অভাবে ঘরবাড়ি ও কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক : প্রতিবছর বর্ষা মৌসুম আস লেই যশোরের চৌগাছা-যশোর সড়কের ডিভাইন সংলগ্ন আম্রের বিলের একটি সরু ব্রীজ ও একটি খালের মুখ মাটিতে বন্ধ হওয়ার কারনে কোন রকমইপানি নিষ্কাশন হচ্ছে না। এ বিষয় টি যেন দেখার কেউ নেই।
সরজমিনে দেখা গেছে,চলতি বর্ষামৌসুমে পৌরসভার পূর্ব পাশে আম্র বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
পৌরসভার ৬ নং ওয়া র্ড নিরিবিলি পাড়া ও ৪ নাং ওয়ার্ড উপজেলা পরি ষদ পূর্বপাড়ার শত শত ঘরবাড়ি ও ৫ শ বিঘা জমির ক্ষসল পানি তে তলিয়ে ব্যাপক ক্ষতি হচ্ছে।
সরু ব্রিজের উত্তর পাশ্বে ঢালাই পিলার যুক্ত স্থাপনা ও সীমানা প্রাচীর যুক্ত বাড়ী থাকায় সিরু বাঙালী ব্রীজের উত্তর পাশ্বে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয়।।
ফলে ব্রীজের উত্তর পাশ্বে আনুমানিক ৫০০ বিঘা জমি আমন ধানের চাষ ব্যহত হচ্ছে।
এ’ছাড়া এ এলাকায় বসবাসকারীসহ তাদের স্কুল-কলেজে পড়ুয়া ছেলে-মেয়েরা স্কুল-কলে জে যেতে পারেনা।
বিশেষ করে প্রাথিমক পর্যায়ে অধ্যয়নরত ছাত্র/ছাত্রীদের স্কুলে যেতে পারেনা।
এ ’ছাড়া এলাকার অসুস্থ রুগি আনা নেয়া ,মে য়ে-ছেলেরা বাজারে যেতে পারে না। তাদের দূর্ভোগের শেষ নেই।
পৌরসভার ভুক্তভোগী বাসিন্দা মহিউদ্দীন ,আমেেনা খাতুন ,ফাতে মা খাতুন,বাবুল সর্দার,মিঠু,রানা,দাউদ বিশ্বাসসহ আরও অনেকে র অভিযোগ,দীর্ঘদিন ধরে বিলের পানি সৃষ্ট জলা বদ্ধতার সমস্যা র নিরসনের জন্য আম্রের বিলের পানি নিষ্কাশনের একমাত্র খালে র মুখটি পুণ:খনন ও আন্ডার গ্রাউন্ড পাইপ লাইন স্থাপনের জন্য জোর দাবী করে আসছেন।
এবার বর্ষা মৌসুমের শুরুতে এ বিষয়টি পৌর প্রশাসককে জানি য়েও কোন কাজ হয়নি।
গত বছর জলাবদ্ধতার সৃষ্টি হলে হাসপাতাল ও পাবলিক বাড়ীর মধ্যস্থলে অবস্থিত রাস্তার পূর্ব পাশে এসি ল্যান্ড গুন্ডন বিশ্বাসের উপস্থিতিতে ওই খাল খনন করা হয়।
কিন্তু এবার ওই খালে মাটি ভরাট ও সরু ব্রী জের ভিতর দিয়ে দ্রুত পানি নিস্কাশনের বাধা গ্রস্থ হচ্ছে।
আমন ধানসহ অন্যান্য কৃষি ফসল উৎপাদনের স্বার্থে এবং স্কুল- কলেজে পড়ুয়া ছেলে-মেয়েরা স্কল-কলেজে গমনা-গমন,অসুস্থ রুগি আনা-নেয়া,মেয়ে-ছেলেরা বাজারে যাওয়ার স্বার্থে ২০২৫- ২০ ২৬ অর্থ বছরে যে কোন বরাদ্দের বিপরীতে প্রকল্প গ্রহনের মাধ্যমে বিষয়ে উল্লে খিত রাস্তার ব্রীজের উত্তর পাশ্বে বর্ষা মৌসুমে জলা বদ্ধতা নিরসনের জন্য খাল খনন/আন্ডার গ্রাউন্ড পাইপ লা ইন স্থাপনের জোর দাবী জানিয়েছে পৌর বাসিন্দারা।
উপজেলা পৌর প্রশাসক ও এসিলয়ান্ড তাসমিন জাহান জানা ন,বিষয়টি জেনেছি।এটা সমধান করতে আবার নতুন করে বাজেট করতে হবে।
ইতোমধ্যে পৌরসভার ৪নং ওর্য়ার্ডে সড়ক ও ড্রেন নির্মা নের জন্য প্রকল্প করে স্থানীয় সরকার মন্ত্র ণালয়ে পাঠানো হয়েছে। আশা করি দ্রুত কাজ শুরু হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট