1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন

কৃষকদল নেতা তরিকুল হত্যা মামলা প্রধান আসামি পিন্টুর আত্মসমর্পণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

মালিকুজ্জামান কাকা: শিল্প শহর নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি পিন্টু বিশ্বাস বুধবার আদালতে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণকারী পিন্টু বিশ্বাস যশোরের অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটি গ্রামের মৃত বিরেশ্বর বিশ্বাসের ছেলে।
দুই মাস আত্মগোপনে থেকে এদিন তিনি আদালতে জামিনের আবেদন করেন। তবে অভয়নগর আমলী আদালতের বিচারক জোবাইদা রওশন আরা তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, গত ২২ মে সন্ধ্যায় ডহর মশিয়াহাটি গ্রামে পিন্টু বিশ্বাসের বাড়িতে সন্ত্রাসীরা কৃষকদল নেতা তরিকুল ইসলামকে কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই রফিকুজ্জামান টুলু ১১ জনকে আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট