যশোর অফিস : যশোরের ঝিকরগাছার চান্দেরপোলে রাজনৈতিক বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। রোববার (২১ জুলাই) রাত ৯টার দিকে গোন্নগর গ্রামের আরাফাত লাল্টু (৩৬) কে গাছি দা ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে মিজান, সোহাগ ডাক্তার, রেজা ও রশিদ নামের চারজন।
লাল্টুর মাথা, ঘাড় ও হাতে উপর্যুপরি কোপ পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়।