বিশেষ প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের সালামতপুর গ্ৰামে সন্ত্রাসী মহব্বত আলীর নেতৃত্বে জমি দখল করতে ভাড়া করা অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় নারী-পুরুষসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আব্দুল আজিজ ৫৯ নামে এক ব্যক্তি। মণিরামপুর থানার অভিযোগ সূত্রে জানা যায় পূর্ব শত্রুতার জের ধরে আবদুল আজিজদের পৈত্রিক সম্পত্তি জবর দখল করতে সন্ত্রাসী মহব্বত আলীর নেতৃত্বে ২, মোঃ ইব্রাহিম হোসেন (৪৫) পিতাঃ-মাহাম্মাদ আলী, ৩। মোঃ আব্দুল (৫০), পিতাঃ- মৃত মোহম্মদ আলী, ৪। মোঃ সাইদুর রহমান (৪৫), পিতাঃ-মোঃ সামছুর, ৫। মোঃ হেলাল হোসেন (৩৮) পিতা-মোঃ মিকাইল হোসেন, সর্ব সাং-গাংগুলি, থানা-মনিরামপুর সহ একদল সন্ত্রাসী অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আব্দুল আজিজের উপর হামলা করে এবং হত্যার উদ্দেশ্যে মাথায় চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করে পরবর্তীতে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এঘটনায় সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।