1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ৫ মামলার ওয়ারেন্টভুক্ত ‘জাদুকর’ শাহাবুদ্দিন গ্রেফতার যশোরে ‘শিশু-মননে জুলাই বিপ্লব’ শিরোনামে চিত্র প্রদর্শনীর উদ্বোধন,প্রাচ্য গ্যালারিতে ১০ দিনব্যাপী আয়োজন বেনাপোলে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার যশোরে ডাকাতির প্রস্তুতিকালে ফেলে যাওয়া ট্রাকের সূত্র ধরে ডিবির জালে সংঘবদ্ধ চক্রের তিন সদস্য রাজবাড়ী ও সাভার থেকে গ্রেফতার যশোরে আমিনা কেরামত আলী বিশ্বাস ড্রীম স্কুল অন্ড কলেজে ১৫০ শিক্ষার্থী পেল নতুন স্কুল ড্রেজ যশোরে “বিবেক” স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার নতুন কমিটি গঠিত কেশবপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত মঞ্চ সঞ্চালনায়, জুলাই পুনর্জাগরণে সমাজগঠণে লাখো কণ্ঠে শপথ পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান যশোরের বহিষ্কৃত যুবদল নেতা বিতর্কিত জনি ডিবির জলে ধরা আগামী ২০ আগস্ট দেশে পবিত্র আখেরী চাহার সোম্বা পালিত হবে

ভেড়ামারায় পাষণ্ড বাবার বিরুদ্ধে মেয়েদের সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

পাঁচ বছর আগে ঘর ছেড়েছি এই পাষণ্ড বাবা-মায়ের অত্যাচারে এখন আমার একমাত্র গার্ডিয়ান আমার বড় বোন মোছা: রোকেয়া খাতুন। আমার বাবা মা কখনোই আমার ভালো চাইনি, চাইলে লেখাপড়া বন্ধ করে দিত না। আমার বোন আমাকে লেখাপড়া শিখিয়ে বিএসএস প্রথম বর্ষের ছাত্রী বানিয়েছে এবং আমাকে মানসিক শান্তিতে ও নিরাপদে রেখেছে।

…………………………..তাফরিহা খাতুন
স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলা।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চাঁদগ্রাম ইউনিয়ন কোদালিয়া পাড়া গ্রামের মোঃ আবু নেছার উদ্দীন (৫০) এক পাষণ্ড পিতার বিরুদ্ধে মেয়েদের সংবাদ সম্মেলন। মেয়ে তাফরিহা খাতুন নাইমা বলেন, আমার পিতা আবু নেছার উদ্দীন দীর্ঘদিন ধরে আমাকে শারিরীকভাবে ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। গত ইং-১০/০৬/২০১৯ তারিখ আমার নবম শ্রেণীতে পড়াশোনা চলমান অবস্থায় মোঃ আবু নেছার উদ্দীন আমার ইচ্ছার বিরুদ্ধে অপ্রাপ্ত বয়সে জোরপূর্বকভাবে একজন দুঃচরিত্র বয়স্ক ব্যক্তির সহিত বিবাহ দেয়। আমি অপ্রাপ্ত বয়স্কা নবম শ্রেণীর একজন শিক্ষার্থী হয়ে লম্পট প্রকৃতির বয়স্ক একজন পুরুষের সংসার করতে রাজি না থাকলে, আমার উপরে তাদের অমানবিক শারিরীক ও মানসিক নির্যাতন দ্বিগুণ বাড়িয়ে দেয়। অসহনীয় শারিরীক ও মানসিক অত্যাচারে আমি দিশেহারা ও নিরুপায় হয়ে ইতঃপূর্বে সেখান থেকে একাধিকবার পালানোর চেষ্টা করি। অনুমান ০৫ (পাঁচ) বছর পূর্বে লেখাপাড়া ও আমার উজ্জ্বল ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে আমি বাধ্য হয়ে আমার অপছন্দনীয় বয়স্ক সেই লম্পটকে তালাক প্রদান করি। পরবর্তীতে প্রাণভয়ে আমার মায়ের পেটের একমাত্র বড় বোন মোছাঃ রুকাইয়া খাতুন (২৫) এর বাড়িতে আমি নিজ ইচ্ছায় আশ্রয় গ্রহণ করি। আবু নেছার উদ্দিন ও ফাহিমা খাতুন পরস্পর যোগসাজসে আমার উপরে নির্যাতন করার চেষ্টা চলমান রাখলে আমার বোন রুকাইয়া এর মাধ্যমে জীবনের নিরাপত্তা বিবেচনায় ঘটনার বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের শরণাপর্ণ হই। উল্লেখিত ঘটনার বিষয়ে, আবু নেছার উদ্দিন ও ফাহিমা খাতুন অমানবিক নির্যাতনের বিষয়ে স্থানীয়ভাবে প্রামানিত হওয়ায় এবং আমার পড়াশোনা সহ সার্বিক নিরাপত্তা বিবেচনায় বিগত ইং-১৩/১১/২০২০ তারিখ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার ইচ্ছা অনুযায়ী আমার বোন মোছাঃ রুকাইয়া এর বসত বাড়ির ঠিকানায় আমাকে বসবাস করার পরামর্শ দিয়ে তাহা লিখিতভাবে অঙ্গিকারবদ্ধ করে। আমি দীর্ঘ অনুমান ০৫ (পাঁচ) বছর সময় ধরে আমার বোনের বসত বাড়ির উল্লেখিত ঠিকানায় নিরাপদে বসবাস করে উজ্জল ভবিষ্যৎ জীবনের আশায় পড়াশোনায় মনোযোগী রয়েছি। তথাপি এরই ধারাবাহিকতায়, ইং-০৮/০৭/২০২৫ তারিখ দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময় বিবাদীগণ ভেড়ামারা থানাধীন কাঠেরপুলস্থ আমার বোন রুকাইয়া এর মিনারা কম্পিউটার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এসে আমার কম্পিউটার প্রশিক্ষণ কার্য চলামান অবস্থায় অশ্লীলভাষায় গালিগালাজ প্রদান করতে থাকে এবং আমাকে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি প্রদান করে। তাফরিহা খাতুন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, পৃথিবীতে আমার জন্য কোন নিরাপদ স্থান যদি থেকে থাকে তাহলে আমার বড় বোন মোছাঃ রুকাইয়া, আমি তার কাছে থেকে আমার লেখাপড়া শেষ করতে চাই। এতে যত বাধাই আসুক না কেন আমি তার মোকাবেলা করব ইনশাআল্লাহ, আমি এখন প্রাপ্তবয়স্ক একজন নারী। আমার নিজের জীবনের ভালো-মন্দ সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার আমার আছে। তাই আমার ভালো-মন্দ সিদ্ধান্ত আমি নিতে পারি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট