নিজস্ব প্রতিবেদক,চৌগাছা (যশোর): ’সবাই মিলে গড়ব দেশ, দূর্ণীতিমুক্ত বাংলাদেশ ’এই স্লোগানকে সামনে রেখে যশোরের চৌগাছায় মাধ্যমিকের শিক্ষার্থীদের নিয়ে দূর্ণীতি প্রতিরোধ বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল যশোর জেলা দূর্নীতি দমন কমিশনের আয়োজনে চৌগাছার সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামরুজ্জা মানের সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রশিদ দূর্ণীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক চিরঞ্জিব নিয়োগী,পৌরসভার সাবেক প্যানেল মেয়র কামাল আহামেদ,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তমিজ উদ্দিন,সরকারী শাহাদাৎ পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক হোসেন প্রমূখ।
বিতর্ক প্রতিযোগীতায় বিচারক মন্ডলীর দায়িত্ন পালন করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি ও প্রেসক্লাব চৌগাছার সাবেক সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী,উপজেলা প্রকৌশলী রিয়াসত ইমতিয়াজ, পাতিবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওলিউর রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ও সময় নিয়ন্ত্রন করেন সহকারী অধ্যাপক ফিরোজা খাতুম ও সহকারী অধ্যাপক এনামুল কাদির।
এ বিতর্ক প্রতিযোগীতায় চৌগাছা সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়, হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয় ও চৌগাছা হাজী সর্দার মর্তুজ আলী মাধ্যমিক বিদ্যালয়সহ ৪টি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।,
এতে হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী ও
রানারআপ হয়েছেন হাজী মর্ত্তুজ মাধ্যমিক বিদ্যাললের শিক্ষার্থীরা।
বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ী ও রানার আপ এবং অংশ গ্রহন কারীদের হাতে বিদ্যালয়সহ বিতর্ক প্রতিযোগীতায় অংশ সনদ, ক্রেস্ট ও মেডেল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রীত অতিথিরা।এ সময় উপজেলা প্রশাস নের বিভিন্ন কর্মকর্তা,শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকরা।