নিজস্ব প্রতিবেদক: যশোর বাঘারপাড়া উপজেলার ধলগাঁ বাসস্ট্যান্ড এলাকা থেকে ১.৩১৫ কেজি ওজনের ১১টি স্বর্ণের বারসহ তিনজন চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৩ জুলাই ২০২৫) ভোর ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি টহলদল এই অভিযান চালায়।
আটককৃতরা হলেন, মোঃ আতা এলাহি জীবন (৩৫), পিতা-মৃত জিলু মিয়া, গ্রাম-চরচারকলা, পোস্ট-আশুগঞ্জ, থানা-আশুগঞ্জ, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, মোঃ আবুল কালাম আজাদ (৪৬), পিতা-আহমদ আলী, গ্রাম-পূর্ব বাগবাড়ি, পোস্ট-কাশিমপুর, থানা-কাশিমপুর, জেলা-গাজীপুর ও শ্রী রামপ্রসাদ মন্ডল (২৮), পিতা-সুচিত্র লাল মন্ডল, গ্রাম-শেরপুর রানির হাট, পোস্ট-বেশালপুর, থানা-শেরপুর, জেলা-বগুড়ার বাসিন্দা।
টহলদলটি ধলগাঁ বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে। তাদের প্যান্টের পকেট ও মানিব্যাগের ভিতরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। এছাড়া তাদের কাছ থেকে তিনটি মোবাইল ও একটি পাওয়ার ব্যাংকও জব্দ করা হয়।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা ঢাকার তাতীবাজার এলাকার চোরাকারবারীদের নিকট থেকে স্বর্ণ সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে ভারতে যাচ্ছিল। তাদের মধ্যে দুইজন যশোর হয়ে চৌগাছা এবং একজন যশোর-নাভারণ হয়ে সাতক্ষীরা রুটে পাচার পরিকল্পনা করেছিল।
জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৯২ লাখ ২৭ হাজার ৯৩০ টাকা। মোবাইল ও পাওয়ার ব্যাংকসহ মোট জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ১ কোটি ৯২ লাখ ৯৩ হাজার ৯৩০ টাকা।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বাঘারপাড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।