1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ‘শিশু-মননে জুলাই বিপ্লব’ শিরোনামে চিত্র প্রদর্শনীর উদ্বোধন,প্রাচ্য গ্যালারিতে ১০ দিনব্যাপী আয়োজন বেনাপোলে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার যশোরে ডাকাতির প্রস্তুতিকালে ফেলে যাওয়া ট্রাকের সূত্র ধরে ডিবির জালে সংঘবদ্ধ চক্রের তিন সদস্য রাজবাড়ী ও সাভার থেকে গ্রেফতার যশোরে আমিনা কেরামত আলী বিশ্বাস ড্রীম স্কুল অন্ড কলেজে ১৫০ শিক্ষার্থী পেল নতুন স্কুল ড্রেজ যশোরে “বিবেক” স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার নতুন কমিটি গঠিত কেশবপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত মঞ্চ সঞ্চালনায়, জুলাই পুনর্জাগরণে সমাজগঠণে লাখো কণ্ঠে শপথ পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান যশোরের বহিষ্কৃত যুবদল নেতা বিতর্কিত জনি ডিবির জলে ধরা আগামী ২০ আগস্ট দেশে পবিত্র আখেরী চাহার সোম্বা পালিত হবে যশোরে এক ঠিকাদারকে মারপিটের ঘটনায় থানায় মামলা

সাংবাদিক স্বপ্না শাহ্-এর ওপর হামলার প্রতিবাদে ডিমলায় মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধিঃ গত ৮ জুলাই নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের জঙ্গলি পাড়ায় সাংবাদিক স্বপ্না আক্তার স্বর্ণালি শাহ্-এর ওপর হামলার প্রতিবাদে ডিমলায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ জুলাই) বিকেল ৫টায় ডিমলা উপজেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ডিমলা স্মৃতি অম্লান চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি মহিবুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পাভেল।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা রিপোর্টার্স ইউনিটির তথ্য বিষয়ক সম্পাদক আব্দুল মমিন। তিনি বলেন, “জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না শাহ্ ও কয়েকজন সংবাদকর্মী সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে লক্ষ্মীচাপ ইউনিয়নের ২নং ওয়ার্ডের জঙ্গলি পাড়া গ্রামে গেলে স্থানীয় চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আমিনুর রহমান এবং তার সহযোগীরা সাংবাদিকদের ঘিরে ধরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সোহেল রানার ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয় এবং স্বপ্না শাহ্-কে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।”

তিনি আরও জানান, ঘটনাটি জানাজানি হলে জেলা শহর থেকে আত্মীয়-স্বজন ও সাংবাদিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে এসে আক্রান্তদের উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করেন।

মানববন্ধনে ডিমলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি বাদশা সেকেন্দার ভুট্টো বলেন, “নীলফামারী সদর থানা মামলাটি নিয়ে টালবাহানা করছে। আমরা হতবাক যে, ফ্যাসিস্ট দোসর আমিনুর রহমানের কথাই পুলিশ গুরুত্বের সঙ্গে নিচ্ছে। মামলার তদন্ত কর্মকর্তা যেহেতু তার প্রভাবাধীন, তাই নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়। দ্রুত মামলা নথিভুক্ত করে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানাই।”

এ সময় আরও বক্তব্য রাখেন ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন, জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যকরী সদস্য আব্দুর রশিদ, আব্দুল মালেক, মহিবুল ইসলাম সুজনসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

মানববন্ধনে ডিমলা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট