স্টাফ রিপোর্টার, যশোর :যশোর কারবালা জামে মসজিদের দ্বিতীয় তলার ছাদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরিবর্তী গঠিত পীর নূর বোরহান শাহ ওয়াকফ এস্টেট কমিটির উদ্যোগে আজ রোববার সকাল ১০টায় ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ওয়াকফ এস্টেটের সহ সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ওয়াকফ এস্টেটের সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান।
এসময় কমিটির সদস্য শাহিনুর রহমান ঠান্ডু, মাহমুদ হোসেন সিদ্দিকী, আব্দুল হক, রিফাত রহমান, সেলিম উদ্দিন খান, সাব্বির হোসেন মিঠু, বাবু পাটোয়ারী, শাহাজান আলী খোকন, রাশেদ আব্বাস রাজ উপস্থিত ছিলেন।
ওয়াকফ কমিটির সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান জানান, কারবালা জামে মসজিদ যশোরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এর নির্মাণ কাজ দীর্ঘদিন বন্ধ ছিলো। নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর নির্মাণ কাজ শুরু করতে উদ্যোগী হয়। মসজিদ প্রায় ১৭ হাজার স্কয়ার ফিট। যশোর বিশিষ্ট ব্যক্তিসহ সর্বস্তরের মানুষের সহযোগিতায় আজ ৬ হাজার স্কয়ার ফিট ছাদ ঢালাই কাজ শুরু করা হয়েছে। এ কাজ অব্যাহত থাকবে।
তিনি মহৎ এ কাজে সকলকে অংশগ্রহণের আহবান জানান। যাতে দ্রুত নির্মাণ কাজ শেষ করা সম্ভব হয়।