বাঘারপাড়া প্রতিনিধিঃ যশোরের বাঘারপাড়ায় মসজিদ ইমাম খতিব ও ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুর ২ টায় বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়ন জামায়াতের আয়োজনে মতবিনিময় সভা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ আবু ঈসা সহ নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল বলেন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে ইমাম ও খতিবদের ভূমিকা অপরিসীম, দুর্নীতি মুক্ত রাষ্ট্র গঠনে আগামী সংসদ নির্বাচনে সৎ যোগ্য নেতৃত্ব যেন সংসদে আসতে পারে সে বিষয়ে সমাজে ভূমিকা রাখার আহবান জানান।
তিনি আরো স্বৈরাচার হাসিনা কে সরাতে এদেশের তরুন যুবকদের এক মাসের সম্মিলিত আন্দোলনে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ নতুন করে স্বাধীন হয়েছে সেই নতুন স্বাধীন দেশে কোন চাঁদাবাজ দখলবাজের জায়গা হবে না তিনি তার বক্তব্যে গত ৯ জুলাই মিডফোর্ড হাসপাতাল এলাকায় চাদাবাজ নৃশংস ও পৈশাচিক হামলায় ব্যবসায়ী সোহাগ নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানান এবং দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মানবতার সমাজে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সমাজে জোরালো ভূমিকা রাখার জান্য ইমামদের প্রতি আহবান জানান।