নিজস্ব প্রতিবেদক : যশোরের মনিরামপুর উপজেলার ডুমুরখালী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইয়ের হাতে এক স্বামী-স্ত্রী গুরুতরভাবে আহত হয়েছেন। শনিবার (১২ জুলাই ২০২৫) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আব্দুল মান্নান (৫৭) ও তাঁর স্ত্রী ফুলি (৪৫)। তাদের বাড়ি মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালী গ্রামে। ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দু’জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আব্দুল মান্নান পুরুষ সার্জারি ওয়ার্ডে এবং তার স্ত্রী ফুলি মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। দু’জনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা খুলনায় রেফার করার প্রস্তুতি চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল আব্দুল মান্নান ও তার আপন ছোট ভাই আব্দুল হান্নানের মধ্যে। শনিবার দুপুরে আব্দুল হান্নান (৪৫) ও তার ছেলে রহমতুল্লাহ (১৮) পূর্বপরিকল্পিতভাবে আব্দুল মান্নান ও তার স্ত্রী ফুলির ওপর হামলা চালায়। তারা ঘরে ঢুকে চাইনিজ কুড়াল ও দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।