আশরাফুজ্জামান বাবু, নিজস্ব প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা সদর ইউনিয়নের হাড়িয়াদেয়াড়া (মোল্লাপাড়া) গ্রামের ভ্যানচালক জাহাঙ্গীর আলমের স্ত্রী হাসিনা বেগম (৪০) নামের এক গৃহিণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহতের স্বামী বলেন প্রতিদিনের ন্যায় আজ শনিবার (১২ জুলাই) সকালে তিনি ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরবর্তীতে কোনো এক সময় বাড়ীর সকলের অগোচরে নিজ শয়নকক্ষে বাঁশের আড়ার সহিত নিজের ব্যবহৃত উড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে হাসিনা বেগম আত্মহত্যা করেন। জাহাঙ্গীর আলম সকাল অনুমান সাড়ে ১০ টার সময় বাড়ীতে এসে স্ত্রীকে ডাক দেন। ডাকের সাড়া না পেয়ে ঘরের ভিতরে যেয়ে দেখেন তার স্ত্রী বাঁশের আড়ায় ঝুলে আছে। তখন তিনি চিৎকার করলে বাড়ীর লোকজন সহ আশেপাশের লোকজন এসে তাৎক্ষনিকভাবে বাঁশের আড়া থেকে হাসিনাকে নামিয়ে স্বামীর ভ্যানযোগে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথিমধ্যে স্থানীয় পল্লী চিকিৎসক এর নিকট নিলে বিভিন্ন পরীক্ষা- নিরীক্ষা করে তিনি মারা গেছে বলে জানান। হাসিনা বেগম দীর্ঘদিন যাবত ব্রেইন (মানসিক) এর সমস্যায় ভুগছিলেন। তাদের ৩ ছেলে আছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঝিকরগাছা থানার এসআই মোঃ রেজাউল করিম সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক লাশ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতাল যশোরে প্রেরণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে ।