নিজস্ব প্রতিবেদক : নড়াইল মহাসড়কের বাঘারপাড়া উপজেলার রুস্তমপুর বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গেলে অন্তত একজন যাত্রী আহত হয়েছেন।
রবিবার (৬ জুলাই) সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনাটি ঘটে। যশোর থেকে নড়াইলগামী যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো ব-১৪-৫৯১৫) রুস্তমপুর বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি রাস্তার পাশে পড়ে যায়।
দুর্ঘটনায় খোকন (৪৫), পিতা:মৃত রহমত আলী, গ্রাম:মামুদালীপুর, থানা:বাঘারপাড়া, জেলা:যশোর নামের এক যাত্রী সামান্য আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে পাঠান। এছাড়া বাসের অন্যান্য যাত্রীদের কেউ গুরুতর আহত না হলেও তারা আতঙ্কিত হয়ে পড়েন।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।