1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
ওসমান হাদীর স্মরণে এমএম কলেজ ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছিল শরীফ ওসমান হাদী হত্যার বিচার ও ভারতীয় আগ্রাসন দমনের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল খুলনায় চরমপন্থীদের গুলিতে সাংবাদিক নিহত, গুলিবিদ্ধ পশু চিকিৎসক দেবাশীষের অবস্থা আশঙ্কাজনক ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যবিপ্রবি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই যশোরে নাশকতার মামলায় তিন আসামি কারাগারে যশোরের ছাত্রনেতার হাত ধরে ৩০ টি পরিবার পানিবন্দি থেকে মুক্তি পেল কেশবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার মহান বিজয়ের মাসে মাদক নির্মূল না হলে বিজয় হবে অর্থহীন, ইমাম পরিষদ ,বসুন্দিয়া অপারেশন ডেভিল হান্ট বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার

যশোরের ঝিকরগাছায় এসিড নিক্ষেপে একই পরিবারের শিশু সহ তিনজন আহত

আশরাফুজ্জামান বাবু, ঝিকরগাছা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩১৬ বার পড়া হয়েছে

আশরাফুজ্জামান বাবু, ঝিকরগাছা প্রতিনিধি : যশোরের ঝিকরগাছার গদখালী ইউনিয়নের মঠবাড়ি গ্রামে বিয়েতে অসম্মতির জেরে এসিড নিক্ষেপের ঘটনায় একই পরিবারের নারী ও শিশু সহ ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৮ টার দিকে এই নৃশংস ঘটনা ঘটে। আহতরা হলেন শিশু ইয়ানূর (৮), তার বড় বোন রিপা খাতুন (২৬) ও মা রাহেলা খাতুন (৪৮)। তারা ঝিকরগাছার গদখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবারিক সূত্রে জানা গেছে, প্রতিবেশী ফজলুর রহমানের বাড়ির কাজের লোক জসিম (৩৫) দীর্ঘদিন ধরে রিপাকে বিয়ের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে সে ক্ষিপ্ত হয় এবং বৃহস্পতিবার রাতে জানালার ফাঁক দিয়ে এসিড নিক্ষেপ করে। এসিড নিক্ষেপে ইয়ানূর গুরুতরভাবে দগ্ধ হয়। বর্তমানে সে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রিপা ও রাহেলা সামান্যভাবে দগ্ধ হলেও শারীরিকভাবে বিপদমুক্ত রয়েছেন। প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা অবিলম্বে অভিযুক্ত জসিমের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে আহত রিপা খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি বহুবার তাকে বুঝিয়েছি যে আমি বিয়ে করতে আগ্রহী নই। কিন্তু সে হুমকি দিয়ে যাচ্ছিল। আজ সে আমাদের জীবন ধ্বংস করার চেষ্টা করল। এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাঈদ বলেন,ঘটনা জানার পর থেকে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি। তবে প্রাথমিক তথ্যের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং তাকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট