1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদারের বদলি শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল উদ্ধার স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ঝিনাইদহে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা যশোরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার, নারী গ্রেফতার যশোরে তৃতীয় বর্ষে রূপান্তর প্রতিদিন তৃতীয় বর্ষের পদার্পন যশোর অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় চিকিৎসক নিহত ভাড়ার টাকা না দেয়ায় অ্যাড. জনির  বিরুদ্ধে সমিতিতে অভিযোগ, শো-কজ যশোর-২ আসনে জামায়াতের মোসলেহ উদ্দিন ফরিদ প্রার্থী চট্টগ্রামের যুবককে যশোর এনে মারপিট ও কীটনাশক খাওয়ায়ে হত্যা চেষ্টার অভিযোগে স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

যশোরের ঝিকরগাছায় এসিড নিক্ষেপে একই পরিবারের শিশু সহ তিনজন আহত

আশরাফুজ্জামান বাবু, ঝিকরগাছা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

আশরাফুজ্জামান বাবু, ঝিকরগাছা প্রতিনিধি : যশোরের ঝিকরগাছার গদখালী ইউনিয়নের মঠবাড়ি গ্রামে বিয়েতে অসম্মতির জেরে এসিড নিক্ষেপের ঘটনায় একই পরিবারের নারী ও শিশু সহ ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৮ টার দিকে এই নৃশংস ঘটনা ঘটে। আহতরা হলেন শিশু ইয়ানূর (৮), তার বড় বোন রিপা খাতুন (২৬) ও মা রাহেলা খাতুন (৪৮)। তারা ঝিকরগাছার গদখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবারিক সূত্রে জানা গেছে, প্রতিবেশী ফজলুর রহমানের বাড়ির কাজের লোক জসিম (৩৫) দীর্ঘদিন ধরে রিপাকে বিয়ের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে সে ক্ষিপ্ত হয় এবং বৃহস্পতিবার রাতে জানালার ফাঁক দিয়ে এসিড নিক্ষেপ করে। এসিড নিক্ষেপে ইয়ানূর গুরুতরভাবে দগ্ধ হয়। বর্তমানে সে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রিপা ও রাহেলা সামান্যভাবে দগ্ধ হলেও শারীরিকভাবে বিপদমুক্ত রয়েছেন। প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা অবিলম্বে অভিযুক্ত জসিমের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে আহত রিপা খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি বহুবার তাকে বুঝিয়েছি যে আমি বিয়ে করতে আগ্রহী নই। কিন্তু সে হুমকি দিয়ে যাচ্ছিল। আজ সে আমাদের জীবন ধ্বংস করার চেষ্টা করল। এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাঈদ বলেন,ঘটনা জানার পর থেকে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি। তবে প্রাথমিক তথ্যের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং তাকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট