1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ‘শিশু-মননে জুলাই বিপ্লব’ শিরোনামে চিত্র প্রদর্শনীর উদ্বোধন,প্রাচ্য গ্যালারিতে ১০ দিনব্যাপী আয়োজন বেনাপোলে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার যশোরে ডাকাতির প্রস্তুতিকালে ফেলে যাওয়া ট্রাকের সূত্র ধরে ডিবির জালে সংঘবদ্ধ চক্রের তিন সদস্য রাজবাড়ী ও সাভার থেকে গ্রেফতার যশোরে আমিনা কেরামত আলী বিশ্বাস ড্রীম স্কুল অন্ড কলেজে ১৫০ শিক্ষার্থী পেল নতুন স্কুল ড্রেজ যশোরে “বিবেক” স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার নতুন কমিটি গঠিত কেশবপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত মঞ্চ সঞ্চালনায়, জুলাই পুনর্জাগরণে সমাজগঠণে লাখো কণ্ঠে শপথ পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান যশোরের বহিষ্কৃত যুবদল নেতা বিতর্কিত জনি ডিবির জলে ধরা আগামী ২০ আগস্ট দেশে পবিত্র আখেরী চাহার সোম্বা পালিত হবে যশোরে এক ঠিকাদারকে মারপিটের ঘটনায় থানায় মামলা

যবিপ্রবিতে জুলাই বিপ্লব মঞ্চের নেতৃত্বে তপু-শিহাব

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

যবিপ্রবি প্রতিনিধি( ইমরান হোসেন) :জুলাই বিপ্লবের চেতনাকে জিইয়ে রাখা, ক্যাম্পাসে ফ্যাসিবাদী আগ্রাসনের জন্ম না নিতে দেওয়া, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে সাহায্য করা, স্বচ্ছ ও দূর্নীতিমুক্ত ক্যাম্পাস গড়ে তোলা সহ বেশ কয়েকটি লক্ষ্য নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আত্মপ্রকাশ করলো ‘জুলাই বিপ্লব মঞ্চ’ নামে একটি অরাজনৈতিক সংগঠন। নবগঠিত এ সংগঠনের প্রথম কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ তপু ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী রাকিব হাসান সিহাব।

বুধবার (০২ জুলাই) দুপুর চারটায় আগামী এক বছরের জন্য আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করেন জুলাই বিপ্লব মঞ্চের আহ্বায়ক, কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী সাব্বির খন্দকার। যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের কনফারেন্স রুমে নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান। এসময় উপস্থিত ছিলেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মো. আমজাদ হোসেন ড. ইঞ্জি:।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ প্রিন্স আহমেদ ও আহনাফ তাহমিদ বাঁধন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আলফি শাওর নিরব ও মোঃ আশিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সামিউল আলীম সামি, সহ-সাংগঠনিক সম্পাদক ইফতিয়ার রহমান ইমন ও মোঃ মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ মাহফুজুর রহমান, অর্থ সম্পাদক সাকলাইন মুস্তাক, সহ-অর্থ সম্পাদক আল মামুন ভূঁইয়া ও সাইরাস সালাদিন সিয়াম, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোঃ মাসফি চৌধুরী অরিন, সহ শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খালিল ও মোঃ আশিকুর রহমান, মানবাধিকার সম্পাদক সাকিব আল হক, আইন ও শৃঙ্খলা সম্পাদক হানিফ আহমেদ, মিডিয়া ও প্রচার সম্পাদক তাহসিন আরাফাত, সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক শেখ আবু সুফিয়ান, কাইউম কাউসার আমিন ও রিফাত আহমেদ, নারী বিষয়ক সম্পাদক ফারিহা সুলতানা, ক্রীড়া সম্পাদক মুরশিদ আলম, কার্যকরী সদস্য মোঃ আলামিন, তাসনিম বিন নাসিম, মোঃ নাইমুর রহমান নাঈম ও আহমদ উল্লাহ।

নবগঠিত কমিটির সভাপতি মোঃ তপু ইসলাম বলেন, আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি, যখন যবিপ্রবির মতো উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে সত্যের পক্ষে উচ্চারণ করাটাই একটা সাহসিকতা। কিন্তু ইতিহাস বলে—প্রত্যেক বড় পরিবর্তনের শুরু হয় কিছু সাহসী মানুষের হাত ধরে। “জুলাই বিপ্লব মঞ্চ” সেই সাহসের নাম, যেটি ২০২৪ সালের রক্তক্ষয়ী জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান থেকে পাওয়া শিক্ষা ও প্রেরণায় গঠিত। আমাদের মূল মন্ত্র—ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম, ন্যায্য অধিকার আদায়ের ঐক্য, ও গণতান্ত্রিক চেতনার বিকাশ। আমাদের লক্ষ্য আটটি—যেখানে রয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অধিকার আদায়ের লড়াই, শিক্ষাবান্ধব, স্বচ্ছ ও গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ার অঙ্গীকার। আমরা দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, প্রতিবাদের পাশাপাশি প্রস্তাব ও বিকল্প পথও দেখাবো। সাংস্কৃতিক কর্মকাণ্ড, বুদ্ধিবৃত্তিক চর্চা ও সামাজিক উদ্যোগের মাধ্যমে গড়ে তুলবো এক নতুন ছাত্রজাগরণ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট