নিজস্ব প্রতিবেদক : যশোরের অভয়নগর উপজেলায় এক তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। পুলিশ রাশেদ খা নামে এক আসামিকে ধর্ষণ চেষ্টায় জড়িত থাকার গ্রেফতার করেছে। তরুণীর মা শনিবার রাতে অভয়নগর থানায় মামলা করেন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার নওয়াপাড়া পৌরসভার তেঁতুলতলা এলাকায় একটি সংঘবদ্ধ চক্র এক চা দোকানীর বাড়িতে ঢুকে ঘরের দরজা ভেঙে তার মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায়। তার চিৎকারে এ সময় স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। এরপর মেয়ের মা শনিবারে অভয়নগর থানায় তিনজনের বিরুদ্ধে তার মেয়েকে ধর্য়ণ চেষ্টার অভিযোগ করেন। পুলিশ এরপর ওইদিন গভীররাতে অভিযান চালিয়ে মামলার এক আসামি নওয়াপাড়া রেলবস্তি এলাকার নেয়ামত খার ছেলে রাশেদ খাকে(৪০) গ্রেফতার করে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল আলিম জানান, উপজেলায় এক তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ তরুণীর মা থানায় মামলা করার পর আমরা অভিযোগের সাথে জড়িত থাকায় রাশেদ নামের একজনকে গ্রেফতার করেছি। অন্যদের গ্রেফতারের চেষ্টা করছি।