আরিফ হোসেন: শুক্রবার ২৭/০৬/২৫ বিকাল ৪:০০ঘটিকায় সুতিঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামনগর ইউনিয়নের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমির অধ্যাপক মুসাহক আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, অফিস সম্পাদক নুর আলী মামুন, মাস্টার আব্দুর রহিম, আব্দুল জলিল, আব্দুল মমিন, আব্দুর রাজ্জাক প্রমুখ। সমাবেশ পরিচালনা করেনইউনিয়ন সেক্রেটারি নাজমুল হুসাইন। প্রধান অতিথি বলেন ,আগামী নির্বাচন যদি ভয় ও সন্ত্রাসমুক্ত ফ্রি এবং ফেয়ার নির্বাচন না হয় তাহলে আবার ফ্যাসিস্টের জন্ম হবে। আগামী নির্বাচনে সন্ত্রাসী, চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে এবং বিজয় অর্জন করতে হবে।