নিউজ ডেস্ক : যশোর অভয়নগর থানা পুলিশের এসআই রাইসুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম বাশুয়াড়ী পুলিশ ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে (২৬ জুন ২০২৫) ইছামতি এলাকা হতে ২০(বিশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আলামিন মোল্ল্যা(২৫) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্ৰেফতার করেছে। আটক আসামি অভয়নগর থানাধীন ইছামতি এলাকার আব্দুল আলী মোল্ল্যার ছেলে। এ সংক্রান্তে অভয়নগর থানার মামলা নং-১৬, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১০(ক) মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।