কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলার গুরুত্বপূর্ণ পাঁজিয়া সড়কের অবস্থা এখন চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, বড় বড় গর্তে জমছে পানি, যেন রাস্তা নয় কাদার গর্তে পরিণত হয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনগণ।
একাধিক যাত্রী জানান,কলেজ ছাত্র তৈবুল ফয়সাল বলেন এই রাস্তায় প্রতিদিনই শত শত মানুষ সাইকেল, ভ্যান, মোটরসাইকেল ও পিকআপ ট্রিরাক চলাচল করেন। কিন্তু চলার সময় রাস্তার মাঝে থাকা গর্তে পড়লে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। বর্ষার দিনে সমস্যাটি আরও প্রকট হয়ে ওঠে।
ছবিতে দেখা যাচ্ছে, একটি ভ্যান জলাবদ্ধ রাস্তা দিয়ে অতিরিক্ত কষ্টে যাত্রী নিয়ে পার হচ্ছে। যাত্রীরা ছাতা ও পলিথিন দিয়ে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করলেও, নিচের কাদা ও গর্ত তাদের রক্ষা করতে পারছে না। পেছনে দেখা যাচ্ছে আরও যানবাহন দাঁড়িয়ে আছে, যারা একই সমস্যার সম্মুখীন।
স্থানীয় ও পথচারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার কাজ শেষ হচ্ছে না। এতে করে সমস্যা ভিতর আমরা। বৃষ্টি বা রোদ কখনোই ভালো করে যাওয়া যায় না এই সড়ক দিয়ে। গর্তে গাড়ি উল্টে পাল্টে পড়ার ভয় থাকে।
তাদের দাবি, দ্রুত এই সড়কের সংস্কার কাজ শেষ করা হোক, নইলে প্রতিদিন এমন দুর্ভোগ পোহাতে হবে এবং বড় দুর্ঘটনার আশঙ্কাও থেকে যাবে।
জনগণের জীবনযাত্রা সহজ ও নিরাপদ রাখতে কেশবপুর পাঁজিয়া সড়কের অবিলম্বে সংস্কার অত্যন্ত জরুরি। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ছাড়া এই দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়।