যশোর অফিস : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,যশোর এর মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজা সহ আটক ২, মোবাইল কোর্টের মাধ্যমে সাঁজা প্রদান।
যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন শেখহাটি মসজিদ মোড় ও যশোর বেজপাড়া পূজার মাঠ সংলগ্ন এলাকায় (১৪জুন২০২৫) শনিবার মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
মাদকবিরোধী অভিযানে আটককৃত আসামীরা হলেন:
মোঃ সৈকত ইসলাম (২০), পিতা- মৃত মুকুল ঢালী , মাতা- মোছাঃ বিউটি বেগম , সাং-ঘোপ জেল রোড বেলতলা ,থানা- কোতয়ালী, জেলা- যশোর। জিৎ বিশ্বাস (১৯), পিতা-বিপুল বিশ্বাস, মাতা- পুষ্পরানি বিশ্বাস , সাং- বেজপাড়া পূজার মাঠ , থানা- কোতয়ালী, জেলা- যশোর।
মাদকবিরোধী অভিযানে আটককৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাহাত খান, আসামী জিৎ বিশ্বাস (১৯) কে (১২০) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করেন।অপর আসামী মোঃ সৈকত ইসলাম (২০) কে (৭) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৬৫০/- টাকা অর্থদণ্ড প্রদান করেন।