নিজস্ব প্রতিনিধি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আয়শা খাতুন ও নুরনবী ওরফে নান্টু ব্যাপারী
নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
মঙ্গলবার(১১জুন২০২৫) যশোর জেলার বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাধাল খালঘাটপাড়া এলাকা থেকে (৭৫০ গ্রাম) গাঁজাসহ আটক করা হয়।
আটক আসামীরা হলেন মোছাঃ আয়েশা খাতুন ওরফে জোছনা বিশ্বাস (২৬), স্বামীঃ মোঃ মিন্টু ব্যাপারী, পিতা-শ্রী চন্ডীদাস বিশ্বাস, সাং- জঙ্গলবাধাল খালঘাটপাড়া , বসুন্দিয়া ইউনিয়ন, ওয়ার্ড নং- ০৭,থানা- কোতয়ালী জেলা- যশোর ও মোঃ নুরনবী ওরফে নান্টু ব্যাপারী (৪০) পিতাঃ মৃতঃ মিজানুর রহমান ওরফে সুনু ব্যাপারী, সাং- জঙ্গলবাধাল খালঘাটপাড়া,বসুন্দিয়া, ইউনিয়ন,থানাঃকোতয়ালি জেলা যশোর।
আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা:
পরিদর্শক মোঃ লায়েকউজ্জামান বাদী হয়ে আসামী মোছাঃ আয়েশা খাতুন ওরফে জোছনা বিশ্বাস (২৬)এর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন এবং উপ-পরিদর্শক মোঃ সাইদুর রহমান বাদী হয়ে আসামি মোঃ নুরনবী ওরফে নান্টু ব্যাপারী (৪০)এর বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আর ও একটি নিয়মিত মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন
মোঃ আসলাম হোসেন উপপরিচালক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর।