নিজস্ব প্রতিবেদক: দাতা সংস্থা গিভলাইট ও ইকোর উদ্যোগে যশোরে চাঁচড়া ইকো জিএল ইনস্টিটিউটের (এতিম) ছাত্রদের মাঝে এই গোস্ত বিতরন করেছেন।
এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের দপ্তর সম্পাদক আবদুল কাদের, চৌধুরী কন্সট্রাকশনের ব্যবস্থপনা পরিচালক প্রকৌশলী (আশিফ জুয়েল) আরিফুজ্জামান প্রমুখ।
প্রতিষ্ঠানে অধ্যায়নরত এতিম ছাত্রদের নিয়মিত সহযোগিতা করায় গিভলাইট ও ইকো কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান শিক্ষার্থীরা।