1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদারের বদলি শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল উদ্ধার স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ঝিনাইদহে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা যশোরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার, নারী গ্রেফতার যশোরে তৃতীয় বর্ষে রূপান্তর প্রতিদিন তৃতীয় বর্ষের পদার্পন যশোর অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় চিকিৎসক নিহত ভাড়ার টাকা না দেয়ায় অ্যাড. জনির  বিরুদ্ধে সমিতিতে অভিযোগ, শো-কজ যশোর-২ আসনে জামায়াতের মোসলেহ উদ্দিন ফরিদ প্রার্থী চট্টগ্রামের যুবককে যশোর এনে মারপিট ও কীটনাশক খাওয়ায়ে হত্যা চেষ্টার অভিযোগে স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

অর্থের বিনিময়ে নিয়মবহির্ভূতভাবে ভবন নির্মাণের অনুমতি, রাজউকে দুদকের অভিযান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে
ঢাকা নিউজ ডেস্ক: অর্থের বিনিময়ে নিয়মবহির্ভূতভাবে ভবন নির্মাণের অনুমতি, রা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের(রাজউক) কিছু অসাধু কর্মকর্তার অবৈধ অর্থের বিনিময়ে নিয়মবহির্ভূতভাবে ভবন নির্মানের সুযোগ প্রদানের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে প্রাথমিক সত্যতা পেয়েছে বলে জানিয়েছে অভিযানকারী দলটি।

আজ দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর অসাধু কর্মকর্তাগণ অবৈধ অর্থের বিনিময়ে নিয়ম বহির্ভূতভাবে ভবন নির্মাণের সুযোগ প্রদানের অভিযোগের প্রেক্ষিতে  দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়।

অভিযানকালে টিম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ঢাকায় সরেজমিনে পরিদর্শন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। সংগৃহীত রেকর্ডপত্র এবং অভিযোগ সংশ্লিষ্ট ও অন্যান্য ব্যক্তিদের বক্তব্য বিশ্লেষণে অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে এনফোর্সমেন্ট টিমের নিকট প্রতীয়মান হয়েছে। প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনান্তে টিম কর্তৃক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

এদিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের ১০০ কোটি টাকার টিকা ক্রয়ে দুর্নীতির অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ের একটি টিম অধিদপ্তরের ফার্মগেট (ঢাকা) কার্যালয়ে অভিযান চালায়। অভিযুক্ত মহাপরিচালক, পরিচালক (প্রশাসন) ও প্রকল্প পরিচালক কোরবানির হাটে ভেটেরিনারি সেবা তদারকিতে থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। টিম উপপরিচালক (প্রশাসন) এর কাছ থেকে প্রাথমিক নথি সংগ্রহ করে এবং অবশিষ্ট নথির জন্য চাহিদাপত্র জারি করে। নথি পর্যালোচনা শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

এছাড়া কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবায় অনিয়ম ও হয়রানির অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার টিম হাসপাতাল তদন্ত করে। টিম টিকেট কাউন্টার, টিকা কেন্দ্র, রান্নাঘর ও পরিচ্ছন্নতা ব্যবস্থা পরিদর্শন করে এবং সেবাগ্রহীতাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে। অভিযানে ভ্যাকসিন ও টিকার কার্ড ফুরিয়ে যাওয়া, এক্স-রে পরীক্ষার দৈনিক সীমা ৪০টি নির্ধারণ এবং আউটসোর্সিং কর্মচারীদের মাসাধিককাল বেতন বকেয়ার তথ্য পাওয়া যায়। হাসপাতাল কর্তৃপক্ষকে অনিয়ম দূর করতে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কমিশনে বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট