যশোর অফিস: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর, মাদকবিরোধী অভিযানে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন শেখহাটি মিয়া বাড়ীর মোড় এলাকা থেকে (৩ জুন ২০২৫) তারিখ (৬.৫ কেজি) গাঁজা সহ ১ মহিলাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর।
উপ-পরিদর্শক এস এম শাহীন পারভেজ বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
আসামীর নাম ও ঠিকানাঃ (১)মোছাঃ সাবিনা ইয়াসমিন (৪২) (গ্রেফতার), স্বামীঃ মোঃ আব্দুল গফুর মোল্লা, সাং- শেখহাটি মিয়া বাড়ীর মোড়, জেলাঃ যশোর। (২) মোঃ আব্দুল গফুর মোল্লা (৪৬) (পলাতক), পিতাঃ মৃত হাসেম আলী মোল্লা, সাং- শেখহাটি মিয়া বাড়ীর মোড়, জেলা যশোর।
বিষয়টি নিশ্চিত করেছেন মোঃ আসলাম হোসেন, উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর।