যশোর অফিস: যশোর শহেরর বকচর এলাকায় দোকান ঘর ভাংচুর করে ৬১ শতক জমি দখল করে নিয়েছে পাভেল শহিদ সরোয়ার ও তার লোকজন। জমির মালিক কাজীপাড়া কঁাঠালতলা এলকার মিজানুর রহমান মিজান সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে পাভেল ও তার লোকজন তাকে আটকে রাখে। পরে তিনি ৯৯৯ কল করলে পুলিশ তাকে উদ্ধার করেছে। এ ঘটনায় ভুক্তভোগী মিজানুর রহমান কোতয়ালি থানায় একটি অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা গেছে, যশোর-খুলনা মহাসড়কের বকচর মাদ্রসার পাশে ৬১ শতক জমি কিনে দোকানঘর তৈরী করে ভোগদখল করে আসছেন মিজানুর রহমান মিজান। এ জমি নিয়ে পাভেলের সাথে বিরোধীতার সৃষ্টি হয়ে মিজানুর রহমান আদালতে মামলা করেন যা এখনো বিচারধীন।
গতকাল সকালে পাভেল সহিদ সরোয়ারের নেতৃত্বে রেজাউল, সাগর, নাহিদ, রেজা, আবুল, শামিমসহ অপরিচিত ২০/২৫ জন জমিতে প্রবেশ করে ৬টি দোকান ঘর ভাংচুর করে ১০ লাখ টাকার ক্ষতি ও ৫০ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। মিজানুর রহমান এ সংবাদ জানতে পেরে জমিতে যেয়ে দোকান ঘর ভাংচুর করতে দেখেন। তিনি বাধা দিলে পাভেল ও তার লোকজন মিজানুর রহমানকে আটকে রাখে। ৯৯৯ কল দিলে পুলিশ এসে মিজানুর রহানকে উদ্ধার করে আনে। এ জমিতে গেলে পালেভ ও তার লোকজন মিজানুর রহমানকে খুন-জখম করবে বলে হুমকি দেয়। নিরুপায় তিনি কোতয়ালি থানায় এ অভিযোগ দিয়েছেন।