যশোর অফিস :জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা অর্ধনমিতকরণ, জাতীয় সঙ্গীত পরিবেশন, আলোচনা সভা, চলচ্চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী এবং দোয়া-মাহফিলের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পালিত হয়েছে “জুলাই শহীদ দিবস”।
বুধবার সকাল সাড়ে ৯টায় জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের গ্যালারিতে আয়োজন করা হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ এবং শহীদ আব্দুল্লাহ’র পরিবারের সদস্যবৃন্দ।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন,“আমি নিজেও একজন জুলাই বিপ্লবের সম্মুখ যোদ্ধা ছিলাম। অন্যায়ের প্রতিবাদ করায় আমাকে হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু আমি দমে যাইনি। কারণ থেমে গেলে আমি অন্যায়ের সাথেই থাকতাম। এ দেশের মানুষ রক্ত দিয়ে যে স্বাধীনতা এনে দিয়েছে, তা টিকিয়ে রাখা এবং বৈষম্যহীন দেশ গড়া আমাদের দায়িত্ব।”
আলোচনায় আরও বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ ও জুলাই বিপ্লব উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হোসেন আল মামুন, কমিটির সদস্য-সচিব ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান, শহীদ আব্দুল্লাহ’র বড় ভাই মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
দুপুরে যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া-মোনাজাত, যেখানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও অসুস্থ মুক্তিযোদ্ধাদের জন্য প্রার্থনা করা হয়।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ৩৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মো. শাহানুর রহমান শুভ।