নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে হাবিবুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
পরিবার ও থানা সূত্রে জানা যায়, নিহত হাবিবুর রহমান চাঁদপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত মজু মিয়ার ছেলে। মঙ্গলবার মধ্যরাতে তিনি নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্ত্রী মনজুয়ারা বেগম জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি দাবি করেন, পুকুরে ডুবে তার স্বামীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।
কোতোয়ালি থানা পুলিশ জানায়, এ ঘটনায় অপমৃত্যুর একটি অভিযোগ (ইউডি) গ্রহণ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।