বিশেষ প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্যে অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে সাংবাদিকদের এ তথ্য দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মূর্খ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
জেলায় সংগঠনের নয়া সদস্যসচিব বি এম আকাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশিত ১০৩ জনের এ জেলা কমিটিতে আহ্বায়ক করা হয়েছে শাহেদ মোহাম্মদ রিজভী কে, মুখপাত্র সাঈদ সান এবং সদস্যসচিব করা হয়েছে বি এম আকাশকে।
এ ছাড়া এ কমিটিতে দুইজনকে সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আল গালিব, রেজাওয়ান হোসেন আকাশ ও যুগ্ন আহবায়ক হিসেবে আছেন– মনির হোসেন তূর্য, মারুফ হাসান, রেস ওয়ান রনি, হাসান রেজওয়ান রুহিত, মোঃ রিফাত হোসেন, হুসাইন আহমেদ অয়ন, সোহানুর রহমান সোহাগ, ইমন কবির, সোহেল রানা, মেহেদী হাসান সকাল, তালহা জুবায়ের, হযরত মাওলানা রায়হান হোসাইন, এসকে সুজন।
এছাড়া একাধিক যুগ্ন সদস্য সচিব ও একাধিক সংগঠক ও সদস্য করে কমিটি গঠন করা হয়েছে।