আরশাদুল ইসলাম ঝন্টু কেশবপুর যশোরঃযশোরের কেশবপুর দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোঃ শফিউদ্দীন,সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ আমিনুল ইসলাম। ২০ শে ডিসেম্বর ২০২৫ খ্রিঃ, রোজ শনিবার কেশবপুর দলিল লেখক সমিতির চত্বরে আনন্দমুখর পরিবেশে ভোটপ্রদান করেন দলিল লেখক সমিতির ভোটাররা। ভোট গ্রহণ চলে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত।এবার ৬১ ভোট পেয়ে চতুর্থ বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোঃ শফিউদ্দীন এবং ৭২ ভোট পেয়ে চতুর্থ বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ আমিনুল ইসলাম। সহ-সভাপতি পদে ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ হালদার।এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ- সাধারণ সম্পাদক পদে হাফিজুর রহমান -১, সাংগঠনিক সম্পাদক পদে সাহিদুজ্জামান,প্রচার সম্পাদক পদে মোঃ তৌহিদুজ্জামান নির্বাচিত হয়েছেন। সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুল হালিম, আকরাম হোসেন, আব্দুল গফুর, শাহিদুজ্জামান,সাধন কুমার চক্রবর্তী,রুহুল আমিন,লুৎফর রহমান -১।কেশবপুর দলিল লেখক সমিতির নির্বাচনে মোট ভোটার ছিলেন ৯২ জন।মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ৯০ টি এবং বাতিল ভোটের সংখ্যা ১ টি। কেশবপুর দলিল লেখক সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কেশবপুর দলিল লেখক সমিতির প্রধান উপদেষ্টা মোঃ আব্দুল মমিন।
প্রিজাইডিং অফিসারের(ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করেন কেশবপুর সাব রেজিস্ট্রার অফিসের মোঃ ইকবাল হোসেন।ভোটে ফলা ফল ঘোষণার পরে তাদের কে ফুলের মালা গলায় দিয়ে বরন করে নেন।