শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল:ভারত থেকে পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার সময় বেনাপোল সীমান্ত থেকে ১২ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৬ শে নভেম্বর) ভোর রাত ৪টার সময় বেনাপোল পোর্ট থানাধীন রাঘুনাথপুর এলাকার সীমান্তবর্তী মাঠ থেকে তাদের আটক করা হয়।
বিজিবি জানায়, হাবিলদার মোঃ আবু সাফার নেতৃত্বে টহল দল দায়িত্ব পালনকালে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশের সময় নারী, পুরুষ ও শিশু মিলিয়ে মোট ১২ জনকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন— আহাদ মোল্লা, ফাতেমা বেগম ও তাদের সন্তান রাহাত মোল্লা; আমিন মোল্লা; বাবুল শেখ; সালাউদ্দিন শেখ; আলাউদ্দিন শেখ; কহিনুর বেগম; তবিবুর ইসলাম; আফানুর বেগম ও তার দুই শিশু আফসানা এবং আলিফ, রাকিব শিকদার, লাজমিন বেগম এবং শেফালী বেগম।
আটকদের প্রত্যেকেই খুলনা, নড়াইল, যশোরসহ বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে। তারা বৈধ নথি ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিলেন।
পরে দুপুর ২টা ৩০ মিনিটে আটক ব্যক্তিদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় থানায় পাসপোর্ট আইন ১৯৭৪ সালের ১১(৩) ধারায় মামলা (নং–১৫, তারিখ ২৬-১১-২০২৫) দায়ের করা হয়েছে। পরে বিকেল ৫টা ৩০ মিনিটে আসামীদের আদালতে প্রেরণ করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত টহল জোরদার করা হয়েছে।