মো:আরমান ইসলামঃ টেলিযোগাযোগ আইন অমান্য করে অবৈধভাবে VOIP (ভিওআইপি) পরিচালনার অভিযোগে যশোরে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় সিমকার্ডসহ বিভিন্ন VOIP সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) রাত প্রায় ৪টা ৩০ মিনিটে পুলিশের চৌকস একটি টিম কোতয়ালী মডেল থানার চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড কাঁচাবাজার মসজিদ গলি এলাকায় অভিযান পরিচালনা করে। ডিবির পুলিশ পরিদর্শক (নিঃ) কাজী বাবুল হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ) শিবু মন্ডল ও এএসআই (নিঃ) গৌরাঙ্গ কুমার মন্ডল এ অভিযানে অংশ নেন।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঐ এলাকার জনৈক খন্দকার মো. মিলনের বাড়ির ভাড়াটিয়া মো. বাবুল হোসেন (৩২)-এর ভাড়াকৃত বাসার শয়নকক্ষ থেকে উদ্ধার করা হয়—
একটি ল্যাপটপ
Vi কোম্পানির ৪৭টি মোবাইল সিমকার্ড,BSNL কোম্পানির ২৭০টি মোবাইল সিমকার্ড,সর্বমোট ৩১৭টি ভারতীয় সিমকার্ড,VOIP কাজে ব্যবহৃত একটি কালো রঙের বিশেষ মেশিন,একটি VIVO Y21D মোবাইল ফোন উদ্ধার করেন।
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে বাবুল হোসেন স্বীকার করে যে, পলাতক সহযোগী ১–২ জনের সহায়তায় তিনি সরকারের নির্ধারিত চার্জ ফাঁকি দিয়ে অবৈধভাবে VOIP ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ঘরে সীমবক্স স্থাপন করে দীর্ঘদিন ধরে বিদেশ থেকে আসা কল অবৈধভাবে রুটিং করতেন বলেও জানান।
ঘটনার পর পুলিশ পরিদর্শক (নিঃ) কাজী বাবুল হোসেন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামীকে নিয়মিত মামলা দিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।