নিজেস্ব প্রতিবেদক: আজ বিকাল ৪ঃ৩০ মিনিটে যশোর সার্কিট হাউসে জাতীয় নদী রক্ষা কমিশন চেয়ারম্যান জনাব মকসুমুল হাকিম চৌধুরীর সাথে বাংলাদেশ পরিবেশন আন্দোলন বাপা যশোর জেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাপার পক্ষে যশোর জেলা কমিটির আহবায়ক খন্দকার আজিজুল হক মনি চেয়ারম্যান মহোদয় কে যশোর জেলা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে যশোর জেলার ভৈরব নদ মুক্তেশ্বরী নদী কপোতাক্ষ নদ চিত্রা নদী ও ভবদহ এলাকার টেকা নদী, আপার ভদ্রা সহ অন্যান্য ও নদ নদীর বর্তমান অবস্থা তুলে ধরেন।বিশেষ করে মুক্তেশ্বরী নদী দখল করে প্লোট আকারে বিক্রি করার বিষয়ে অবগত করেন।যশোরের প্রাণ ভৈরবনদের দখর ও দূষণেরর বিষয়ে গুরুত্বের সাথে তুলে ধরেন ধরলে তিনি এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ সময়ে উপস্থিত ছিলেন বাপা যশোর জেলা কমিটির সদস্য সচিব অধ্যাপক আবু সাঈদ মোঃ আতিকুর রহমান বিল হরিনা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক শেখ রাকিবুল ইসলাম নয়ন, বাপা সদস্য অধ্যাপক আব্দুল গফুর ও বিল হরিনা বাচাও আন্দোলনের নেতা মাস্টার মাসুদুজ্জামান টিটো।