আরশাদুল ইসলাম ঝন্টু কেশবপুর যশোরঃ যশোরের কেশবপুরে আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় নদী রক্ষা কিমশেনর চেয়ারম্যান (সরকােরর সিচব) জনাব মকসুমুল হাকিম চৌধুরী কেশবপুরের আপার-ভদ্রা নদীর অবৈধ দখল, দূষণ ও নাব্যতা পরিস্হিতি সরেজমিনে পিরদর্শন করেন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিশেনর সচিব জনাব মাঃ মনিরুজ্জামান তালুকদার (সচিব), উপপিরচালক (প্রশাসন ও অথ)জনাব আব্দুল্লাহ আল জাকী,কেশবপুর উপজেলা সহকারি কমিশনার শরীফ নেওয়াজ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, কেশবপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। উক্ত নদীতে একটি ধর্মীয় প্রতিষ্ঠান একটি বাজারসহ ৮৮ টি অবৈধ স্থাপনা রয়েছে। এবিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে জেলা প্রশাসকের সাথে মতবিনিয়র শেষে জানানো হবে বলে জানান।