আরশাদুল ইসলাম ঝন্টু কেশবপুর যশোরঃ
যশোরের কেশবপুরে গতকাল রাতে যৌথ বাহিনীর অভিযানে কেশবপুর শহরের বাক্সো পটি এলাকা থেকে মাদক ব্যাবসায়ী আফজাল হোসেনকে আটক করেছে।
কেশবপুর আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর একটি চৌকস দল যৌথ অভিযান পরিচালনা করে কেশবপুর শহরের মধুসড়কের বাক্সোপট্টি এলাকা থেকে আক্তার হোসেনের (৬২)ছেলে আফজাল হোসেন শুভকে (৩১)বুধবার রাতে আটক করেছে। এসময় তার কাছ থেকে ১২ শ ৫০ গ্রাম গাজা, পুলিশের ইউনিফর্ম, দুটি মোবাইল, চাপাতি একটি ও দুইটি ছুরি উদ্ধার করে। এ বিষয়ে কেশবপুর থানায় মামলা হয়েছে। মামলা নং ১৯/২০২৫
এর আগে আফজাল হোসেন শুভ বাংলাদেশ পুলিশের চাকুরী করতেন, গত বছরে চাকুরী থেকে পালিয়ে আসে বলে এলাকা বাসি জানায,
গত বছরে আফজাল হোসেন শুভ মনিরামপুর উপজেলার নেংহুড়াহাট এলাকায় গরুর ব্যাপারির কাছ থেকে টাকা ছিনতাই করাে সমযে এলাকা বাসির কাছে ধরা পড়ে। ছয মাস জেল খাটার পরে জামিনে মুক্তি পেয়ে আবার মাদক ব্যাবসার সাথে জড়িয়ে পড়ে।