স্টাফ রিপোর্টার: রাজধানীতে আয়োজিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন যশোর জেলা নাগরিক ঐক্যের আহবায়ক জনাব ফেরদৌস পরশ। গত ১৭ই অক্টোবর অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না এবং দলের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার জুলাই সনদে স্বাক্ষর করেন।
উক্ত অনুষ্ঠানে যোগদান করা বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে কুশল বিনিময় করেন ফেরদৌস পরশ। তিনি যশোর জেলার রাজনৈতিক উন্নয়নে সকল দল ও মতের ভেদাভেদ ভুলে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ চেয়েছেন এবং ভবিষ্যতে নিজেকে একজন দক্ষ সংগঠক হিসাবে সততার সাথে দায়িত্ব পালন করার প্রত্যয় ব্যক্ত করেন। সিনিয়র রাজনীতিবিদদের ভালো গুণ গুলো নিজের মধ্যে ধারণ করে নিজ জেলা যশোরকে কল্যাণ রাষ্ট্রের মডেল জেলা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্যই রাজনীতির মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বলে জানিয়েছেন। তিনি জুলাই সনদ প্রসঙ্গে বলেন - জুলাই সনদ বাস্তবয়ান না হলে আমাদের জুলাই বিল্পবের কোন অস্তিত্ব থাকবে না এবং ভবিষ্যতে এই বিল্পবীদের দেশদ্রোহী আখ্যায়িত করা হবে, সেজন্য আমাদের সকলের উচিত এই সনদ বাস্তবায়নে সহযোগিতা করা। যদিও, এই সনদে সকল রাজনৈতিক দলের কিছু কিছু আপত্তি আছে, মতের অমীল রয়েছে, অনেকের শতভাগ চাওয়ার বাস্তবায়ন হয়নি- তারপরও দেশের ভবিষ্যতের জন্য আমাদের সমঝোতায় আশা উচিত।