নিজস্ব প্রতিবেদক: যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন যুবককে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মো. মহিবুর রহমান রিমন (৩১)।
রবিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন ইছালি ইউনিয়নের মনোহরপুর এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এ অভিযান চালানো হয়। আটক মহিবুর রহমান চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার কুমিরা ইউনিয়নের মাছিজিদ্দা গ্রামের মো. শাহ আলমের পুত্র।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের উপ-পরিচালক মো. আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মনোহরপুরে বিশ্বাস ফিলিং স্টেশনের পাশে অবস্থানরত সোহাগ পরিবহনের এক যাত্রীকে তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের পরিদর্শক নাজমুল হোসেন খাতিনি বাদী হয়ে মহিবুর রহমান রিমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন।