প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ১১:১০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৫, ৫:৪৫ পি.এম
যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
যশোর অফিস : “আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫” উপলক্ষে যশোরে র্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কালেক্টরেট ভবনের সভাকক্ষ “অমিত্রাক্ষর”-এ আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম। তিনি বলেন, “দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা ও প্রস্তুতি অপরিহার্য। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাস করা সম্ভব।”
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা দুর্যোগকালীন তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রমের প্রদর্শনী মহড়া পরিচালনা করেন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত