যশোর অফিস: যশোর পৌর নাগরিক কমিটি তাদের উত্থাপিত দাবিগুলো ১৫ কর্মদিবসের মধ্যে বাস্তবায়ন না হলে আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পৌরসভা অবরোধের কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছে।
বুধবার সন্ধ্যা ৭টায় শহরের নান্নু চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টে সংগঠনের এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আহ্বায়ক শওকত আলী খান এবং পরিচালনা করেন সদস্যসচিব জিল্লুর রহমান ভিটু।
বক্তারা অভিযোগ করেন, গত ২৫ সেপ্টেম্বরের অবস্থান ও স্মারকলিপি কর্মসূচি সম্পর্কে আগাম জানানো হলেও পৌরসভার প্রধান তিন কর্মকর্তা একযোগে অনুপস্থিত ছিলেন। এ ঘটনায় তাঁরা তীব্র নিন্দা জানান এবং সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার আহ্বান জানান।
সভায় বক্তব্য দেন উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, গোলাম ফারুক লিটন, অধ্যক্ষ শাহিন ইকবাল, এডভোকেট মাহমুদ হাসান বুলু, তসলিম উর রহমান, চৌধুরী মাহমুদ রেজা, এফ. এম. নসরুল্লাহ, জাহিদুল ইসলাম মনু, কাজী ইমদাদুল হক দুলাল, জাকির হোসেন, বাপ্পি, আহমেদ সাঈদ নাসির শেফার্ড, প্রকৌশলী আব্দুল মতিন ও হাসান হাফিজুর রহমান।
সভায় সিদ্ধান্ত হয়, দাবির অগ্রগতি পর্যালোচনার জন্য আগামী ১৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে একই স্থানে পুনরায় সভা অনুষ্ঠিত হবে। এছাড়া লিফলেট প্রণয়নের জন্য একটি উপকমিটি গঠন করা হয়, যার আহ্বায়ক অধ্যক্ষ শাহিন ইকবাল এবং সদস্য এডভোকেট মাহমুদ হাসান বুলু ও জিল্লুর রহমান ভিটু।