যশোর অফিস : চাঁদাবাজি ও নির্মাণসামগ্রী লুটপাটের অভিযোগে যশোরে ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) শহরের কারবালা রোড এলাকার বাসিন্দা এসএম রফিকুল ইসলাম হীরক যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডলের আদালতে মামলাটি করেন। আদালত অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন কোতোয়ালি থানার ওসিকে।
মামলার আসামি করা হয়েছেএকই এলাকার মৃত রবিউল হাসানের স্ত্রী তাছলিমা হাসান, ছেলে মেহেবার হাসান, মৃত রেজাউল হাসানের ছেলে ফেন্সি হাসান ও জিসান হাসান, সদর উপজেলার নারঙ্গালী গ্রামের আনোয়ার গাজী এবং তাঁর ছেলে তুষার গাজীকে।
মামলার অভিযোগে বলা হয়েছে,মৃত রবিউল হাসান ও রেজাউল হাসানের উত্তরাধিকারীরা তাঁদের জমি ভবন নির্মাণের জন্য রফিকুল ইসলাম হীরককে পাওয়ার অব অ্যাটর্নি দিয়ে দেন। পরে তিনি সেখানে আটতলা ভবন নির্মাণ করেন এবং চুক্তি অনুযায়ী মালিকদের ফ্ল্যাট বুঝিয়ে দেন। বাকি ফ্ল্যাটগুলোর মধ্যে একটিতে তিনি বসবাস ও অন্যটিতে নির্মাণসামগ্রী রাখতেন।
অভিযোগে আরও বলা হয়,আসামিরা দীর্ঘদিন ধরে রফিকুল ইসলামের কাছে ৪৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তাঁদের চাপে পড়ে তিনি তাছলিমা ও মেহেবারকে ৬৫ হাজার টাকা, আর ফেন্সি ও জিসানকে এক লাখ পাঁচ হাজার টাকা দেন।
গত ১১ সেপ্টেম্বর আসামিরা পুনরায় চাঁদা দাবি করে তাঁর বাসার সামনে গিয়ে গালিগালাজ, জানালা-দরজা ভাঙচুর ও ছয়তলার ফ্ল্যাটে রাখা নির্মাণসামগ্রী লুটপাট করে নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরে কোতোয়ালি থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তা গ্রহণ না করায় রফিকুল ইসলাম আদালতের শরণাপন্ন হন।