নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার লেবুতলা দলেননগরে আদবিয়া দারুলউলুম দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগ-বানিজ্য, অর্থ আত্মসা ও গাছ বিক্রির অভিযোগ পাওয়া গিয়েছে।
অভিযোগ ও অনুসন্ধান করে জানা যাই, মাদ্রাসা সুপার আবুল খায়ের মো:খায়রুল ইসলাম প্রতিষ্ঠানের ফান্ডের টাকা, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী দের প্রণোদনার টাকা সহ ৫ লক্ষ টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেছেন। খায়রুল নিজের ইচ্ছে মত মাদ্রাসায় আসে সম্প্রতি ১৫ দিন তিনি মাদ্রাসায় উপস্থিত না থেকে বেতন উঠিয়েছে দৈনিক যশোর বার্তার প্রতিবেদক উপস্থিত খাতা দেখতে চাইলে তিনি সেটা সাংবাদিকদের দেখাবেনা বলে জানান তিনি বলেন ছুটিতে ছিলেন ছুটির দরখাস্ত দেখতে চাইলে বলেন বাসায় রয়েছে, এছাড়া টিআর কমিটির তার নিজের ইচ্ছা মত শিক্ষক শিক্ষিকাদের কমিটিতে রেখেছেন যেটা কমিটির অনেক সদস্য জানতেন না, শিক্ষা প্রতিষ্ঠানের বেশ কয়টি গাছ বিক্রি করে নিজেই আত্মসাৎ করেছেন, এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগীর মামা জানান ১৩ লক্ষ টাকার বিনিময়ে তার ভাগ্নীকে চাকরি দিয়েছেন,শিক্ষকদের সাথে অসাদআচরণ করে বলে শিক্ষক-শিক্ষিকারা জানান।
অভিযোগের বিষয় সুপার খায়রুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি শাকদিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা করেন ও নিজেকে নির্দোষ দাবি করেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ করেছেন মাদ্রাসা সহ সুপার ফিরোজ আলম সকল শিক্ষক শিক্ষিকারা অভিযোগ পত্রে স্বাক্ষর করেছেন।