মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়, যশোর এর মাদকবিরোধী অভিযানে ২৭বোতল বিদেশী মদ নাজমুল ইসলাম নয়ন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
০২/১০/২৫ ইংরেজি তারিখে শংকরপুর বাস টার্মিনাল পাড়া যশোর টু খুলনা গামী মহাসড়কের উত্তর পার্শ্বে মোঃ তাজুল ইসলাম এর উত্তর ভিটি দক্ষিণ দুয়ারী দোতলা পাকা বিল্ডিং এর নীচ তলার ভাড়াটিয়া দোকানের আসামী নাজমুল ইসলাম নয়ন (৩৫) এর নিজ দখলীয় মবিল ব্যাটারী বিক্রির দোকান থেকে আটক করা হয়।
আটক নাজমুল ইসলাম নয়ন (৩৫) পিতাঃ মোঃ নজরুল ইসলাম, মাতাঃ মিসেস পুতুল ইসলাম, স্থায়ী সাং- নিউ বেজপাড়া রোড, বেজপাড়া, থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোর। বর্তমান সাং- নতুন বাস টার্মিনাল এর পূর্ব পার্শ্বে (শহিদুল ইসলাম এর বাড়ীর ভাড়াটিয়া), মুবারককাটি, থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোর।
পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মোঃ আসলাম হোসেন উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, যশোর।