প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৫, ৫:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৬:৫৫ পি.এম
যশোরে রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা
যশোর অফিস : যশোর সদর উপজেলা রামনগর এলাকার বিল হরিনা রেস্টুরেন্টে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত অধিদপ্তরের উপ-পরিচালক মো. সেলিমুজ্জামান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে রেস্টুরেন্টে সঠিক পরিচ্ছন্নতা না থাকা, পঁচা-বাসি খাবার সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পাউরুটি রাখার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪০ অনুযায়ী জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে অধিদপ্তরের কর্মকর্তারা ভোক্তাদের নিরাপদ খাদ্য গ্রহণে সচেতন হতে অনুরোধ জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত