প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ৮:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৬:১৩ পি.এম
 যশোরে পারিবারিক বসতবাড়িতে হামলা, আহত ৭ 
  
         
  
        
    
    যশোর অফিস : যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের নারাঙ্গালী গ্রামে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনা ঘটেছে।রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে অজ্ঞাত ভ্যানচালকসহ আরও কয়েকজন লোক বসতবাড়িতে ঢুকে লাঠি, রড ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে একই পরিবারের সাতজন গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যায় এলাকার রাব্বীর স্ত্রী রাফিদা বাবার বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে শ্বশুরবাড়িতে ফেরার পথে ভ্যানচালক তাকে কটূক্তি করেন। এ নিয়ে রাব্বী ভ্যানচালকের সাথে কথা কাটাকাটি করে বাড়ি চলে যান। পরে রাত ৯টা ৫০ মিনিটে ভ্যানচালকসহ আরও ৪-৫ জন সশস্ত্র অবস্থায় রাব্বীর বাড়িতে হামলা চালায়।
হামলায় আহতরা হলেন ইদ্রিস আলী (৪২), ঠান্ডু মিয়া (৫২), তারেক হোসেন (২১), খাদিজা খাতুন (১৪), মো. রাব্বী (২৪), নাসরিন (৪০) ও আশাদুল (৫০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আহতরা হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
পুলিশ জানিয়েছে, হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
 
    
        
             © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত