স্টাফ রিপোর্টারঃ জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার দৃশ্যমান বিচার, ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি সহ ১৪ দলের বিচার এবং কার্যক্রম নিষিদ্ধ করণ,সুস্থ নির্বাচনে জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করণ,পি আর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে মণিরামপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মণিরামপুর ইসলামী আন্দোলনের কার্যালয়ের সামনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন যশোর পাঁচ মণিরামপুর আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার এমপি প্রার্থী মাষ্টার জয়নাল আবেদীন টিপু, এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুফতি গোলাম রব্বানী, ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মঈনুদ্দীন আজাদ, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা এমদাদুল ইসলাম, সহ-সভাপতি ডাক্তার আহসান হাবীব, ইসলামী শ্রমিক আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ইজ্জত আলী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,পৌর যুব আন্দোলনের সভাপতি তাজামুল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।