শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল :যশোরের শার্শা উপজেলার কাশিপুর বেলতার মোড়ে টাকা চুরির ঘটনা কেন্দ্র করে মহিদুল বিশ্বাস (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার
(২৫ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৪ টার দিকে কাশিপুর গ্রামের মৃত মসলেম বিশ্বাসের ছেলে মহিদুল বিশ্বাসের সঙ্গে প্রতিপক্ষের বাগবিতণ্ডা হয়।
এসময় বিবাদী বকুল (৩৭), টিটন (৩০), ন্যাদা (৩২) এবং আরও ৪/৫ জন সংঘবদ্ধ হয়ে মহিদুলকে হকিস্টিক ও লাঠি দিয়ে মারপিট করে। একপর্যায়ে চাইনিজ কুড়াল দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহত মহিদুলের অবস্থা আশঙ্কামুক্ত।