প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৫, ৯:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৫, ৫:২৭ পি.এম
যশোরে যৌতুক দাবির অভিযোগে দুই মামলা
যশোর অফিস : যশোরে যৌতুক দাবির অভিযোগে স্ত্রী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে আদালতে দুইটি মামলা হয়েছে। সোমবার শহরের শংকরপুরের আলী আজগর ও খোলাডাঙ্গার ওবাইদুল্লাহ আলাদা মামলা দায়ের করেন।
এক মামলায় অভিযোগ করা হয়, বিয়ের পর স্ত্রী শিউলী খাতুন বিদেশ থেকে ফিরে স্বামীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে ঘরে থাকা টাকা নিয়ে চলে যান। অন্য মামলায় বলা হয়, মাসুরা খাতুন স্বামীর অনুপস্থিতিতে বাবা-মায়ের সহায়তায় নগদ অর্থ ও গহনা নিয়ে বাবার বাড়ি চলে যান এবং স্বামীকে জমি লিখে না দিলে সংসার করবেন না বলে জানান।
আদালত মামলার তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত