প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৫, ১১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৫, ৫:২১ পি.এম
যশোরে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেফতার
যশোর অফিস :যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর)সদর থানার চাঁচড়া ইউনিয়নের তপস্বীডাঙ্গা ও মালঞ্চী দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান হয়।
তপস্বীডাঙ্গা থেকে নাভেদুল হাসান রানা (৩৬) কে ২২ পিস ইয়াবাসহ আটক করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে মালঞ্চী দক্ষিণপাড়া থেকে রুবেল হোসেন (৩৭) কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে মোবাইল কোর্টে ১ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর কার্যালয়ের কর্মকর্তারা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত