প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৫, ১২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৫, ৫:৫১ পি.এম
যশোরের পলাতক সাবেক এমপি রণজিত রায়ের জব্দকৃত সম্পদ বিক্রি হচ্ছে
যশোর অফিস: যশোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণজিত কুমার রায়ের আদালত কর্তৃক জব্দকৃত সম্পদ গোপনে বিক্রির অভিযোগ উঠেছে। সম্প্রতি তাঁর পলাতক ছেলে রাজীব কুমার রায় তিনটি ট্রাক ৫০ লাখ টাকায় আহাদ পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কাছে বিক্রি করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের মালিক আহাদ আলী।
ঢাকার একটি আদালত রণজিত রায়, তাঁর স্ত্রী নিয়তি রানী, ছেলে রাজীব ও সজীব কুমারের নামে থাকা চারটি ফ্ল্যাট, দুইটি বাড়ি, ৭৯ দশমিক ৬২ বিঘা জমি, ৬০টি দোকান, তিনটি ট্রাক, বিভিন্ন ব্যাংকে রাখা প্রায় ২ কোটি ৭৯ লাখ টাকা এবং সাড়ে ছয় শতাধিক ভরি স্বর্ণালংকার জব্দের আদেশ দিয়েছিল। কিন্তু এসব সম্পদ এখনও গোপনে বিক্রি বা ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় আইনজীবীরা প্রশ্ন তুলেছেন,আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কীভাবে এসব সম্পত্তি হাতবদল হচ্ছে। রণজিত রায় ও তাঁর পরিবার বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত