মেহেদী হাসান নান্নু স্টাফ রিপোর্টার: যশোর বারান্দীপাড়া লিচুতলা, নাথপাড়া, ফুলতলা আঞ্চলিক কর্মী সভা ০১ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার অনুষ্ঠিত এ সভায় তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে নানা দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার ফিরিয়ে দিতে দলীয় ঐক্য ও সংগঠনের বিস্তার জরুরি। এ সময় নেতৃবৃন্দ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কর্মীসভায় স্থানীয় নেতৃবৃন্দসহ ওয়ার্ড যুবদলের কর্মী সভায় উপস্থিত ছিলেন নগর যুবদলের নেতৃবৃন্দ ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ এবং নগর বিএনপি ও ওয়ার্ড বিএনপি যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।