স্টাফ রিপোর্টারঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় মনিরামপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদ সহ মোঃ তুহিন হাসানকে বিএনপি'র প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করেছে যশোর জেলা বিএনপি। যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক অব্যাহতি পত্রে এ আদেশ দেওয়া হয়। একই সাথে বিভিন্ন অপরাধে মনিরামপুর পৌর বিএনপির আরও কয়েকজন নেতা কর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে এ তথ্য নিশ্চিত করেছে যশোর জেলা বিএনপির নির্ভরযোগ্য মিডিয়া সেল।
যশোর জেলা বিএনপির কার্যালয় হতে ২১শে সেপ্টঃ সোমবার প্রকাশিত নিজস্ব সাংগঠিনক অব্যাহতি পত্রে আরো প্রকাশ করা হয়েছে যে, অব্যাহতভাবে দলের নেতারা অপরাধে জড়িত থাকার পরও কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার কারণে বিএনপির নির্বাহী কমিটির মিটিং করে জেলা বিএনপিকে একই সাথে অবহিত করা হয়েছে মণিরামপুর পৌর বিএনপির সভাপতি ও সম্পাদককে আগামি ৪৮ ঘন্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে সাধারণ সম্পাদক জেলা বিএনপির বরাবরে জবাবদিহী করতে হবে।এবং পৌর বিএনপি ও তাদের অধিনস্থ ওয়ার্ড কমিটিসমূহের নেতৃবৃন্দকে তুহিন হাসানের সাথে কোন সম্পর্ক কেউ না রাখে।
দলীয় কাউন্সিলিংয়ে ব্যাস্ত থাকায় উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেনের সাথে কথা না হলেও সাংগঠনিক ভাবে অব্যাহতির বিষয়টি তিনি অবগত আছেন বলে জানিয়েছে মণিরামপুর উপজেলা বিএনপির তথ্য সূত্র।